ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অ্যাকশন শুরু হলে সরকার ভেসে যাবে: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
অ্যাকশন শুরু হলে সরকার ভেসে যাবে: দেলোয়ার

ঢাকা: সবাই মিলে অ্যাকশন প্রোগ্রাম শুরু করলে জনঢলে সরকার ভেসে যাবে`--এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা একমত হবে না, তাদের বিরুদ্ধেই তারা ব্যবস্থা নেবে।

এ সরকার  হিটলারের  মতোই ফ্যাসিবাদী। সবাই মিলে অ্যাকশন প্রোগ্রাম শুরু করলে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার টিকতে তো পারবে না, জনঢলে ভেসে যাবে। ’

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘দেশের চলমান সঙ্কট উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এখন গণভোট হলে জনগণ আওয়ামী লীগের বিপক্ষে ভোট দেবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

খেলাফত মজলিস সভাপতি মাওলানা মোহাম্মদ ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিলে আরো বক্তৃতা করেন মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান, বিজেপি মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিস মহাসচিব আহমেদ আব্দুল কাদের প্রমুখ।

খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকারের আচরণে মনে হচ্ছে সুরঞ্জিত বাবু খালেদা জিয়াকে তার গুলশানের বাসা থেকেও সরাতে চায়। পারলে তারা খালেদা জিয়াকে এ দেশ থেকেই সরিয়ে দেয়। ’  

তিনি বলেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসা না থাকতো তাহলে কেবিনেটে সিদ্ধান্ত নিয়ে ৩০ বছর আগে অন্য সরকারের বরাদ্দ দেওয়া বাড়ি থেকে খালেদা জিয়াকে সরানোর চেষ্টা করা হতো না। ’


তিনি বলেন, ‘প্রশাসন, বিচার ব্যবস্থা সবখানেই দলীয়করণ চলছে। সাধারণ মানুষ প্রশাসন বা বিচার বিভাগ যেখানেই যাক সাহায্য পায় না।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সরকার দিল্লী থেকে যে স্কিম পেয়েছে সেই স্কিম বাস্তবায়নে কেউ বাধা দিলে খুন-গুম করা হচ্ছে। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ক্ষমতাসীনরা তাদের প্রভূদের খুশি করতেই ব্যস্ত হয়ে পড়েছে। ’

সরকারকে আহবান জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার জন্য কোনো বিশেষ চুক্তি করে সমস্যায় পড়লে আমাদের বলুন-আমরা সমাধানের চেষ্টা করবো। কি গোপন চুক্তি করছেন তা এ দেশের মানুষ জানতে চায়। ’

বঙ্গবন্ধুর আমল থেকে এখন পর্যন্ত ভারতের সঙ্গে করা কোনো চুক্তিই বাংলাদেশের কোনো উপকারে আসেনি বলেও অভিযোগ করেন দেলোয়ার।

তিনি আরও বলেন, ‘এই আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। কিন্তু এবার পূজামণ্ডপে হামলা করছে কারা? গত বছর গরুর মাথা কেটে মণ্ডপে কারা ঝুলিয়ে রেখেছিল?’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।