ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপিকে রাজপথে শায়েস্তা করা হবে: আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০
বিএনপিকে রাজপথে শায়েস্তা করা হবে: আ’লীগ

ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপি সরকারবিরোধী আন্দোলন শুরু করলে তাদের রাজপথে শায়েস্তা করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

বুধবার বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এ ঘোষণা দেন।



তিনি বলেন, ‘আন্দোলনের নামে সরকারকে অস্থিতিশীল করতে চাইলে সারা দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা-কর্মী ঘরে বসে থাকবেন না। আপনাদেরকে কীভাবে রাজপথে শায়েস্তা করতে হয় তা আমরা জানি।

‘আওয়ামী লীগকে হুমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ অন্দোলন করতে জানে, আবার আন্দোলন কীভাবে প্রতিরোধ করতে হয় তাও খুব ভালো করেই জানে। ’

বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়না- এমন অভিযোগ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প উপড়ে ফেলতে চাচ্ছি তখনই আন্দোলনের ষড়যন্ত্র শুরু করে। তাতেও জনগণের সাড়া না পেয়ে এখন যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, খালেদা জিয়ার বাড়ি রক্ষা ও তার দুর্নীতিবাজ দুই পুত্রের রক্ষায় আন্দোলনের হুমকি দিচ্ছে। ’

হানিফ বলেন, ‘সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করেছে। বিএনপির সময় রাজনৈতিক উদ্দেশ্যমুলকভাবে এই মামলাগুলো দায়ের করা হয়েছিলো। বিএনপি এখন খালেদা জিয়ার দুর্নীতিবাজ দুই পুত্রের মামলা এবং তাদের সরকারের আমলে তাদের লোকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের অযৌক্তিক দাবি করছে। ’  

সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা এবং ট্রেনে আগুন প্রসঙ্গে তিনি বলেন, ‘এতো ছোট্ট মাঠে বিএনপি খালেদা জিয়াকে নিয়ে কেন জনসভা করতে গেলো। ট্রেন আসার সময় হুইসেল বাজালেও লোকজন কেন সরলো না, নেতারা বক্তৃতা থামিয়ে কেন লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানালেন না। ’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘দলের নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়া কি দরদ যে যারা ট্রেনে কাটা পড়ে দুঃখজনকভাবে প্রাণ হারালেন তাদেরকে না দেখেই নাটোর চলে গেলেন। যারা নিহত হয়েছে তারা হয়তো বিএনপির কর্মী, তারা সারা জীবন এই দলের প্রতি হয়তো অনুগত ছিলেন কিন্তু খালেদা জিয়া তাদের শেষ দেখাটা পর্যন্ত দেখতে গেলেন না। যার দলের কর্মীদের প্রতি দরদ নেই দেশের প্রতি তার কি দরদ থাকবে?’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান বাবলু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ মহাসচিব ডা. ইকবাল আর্সলান, পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ডা. কামরুল হাসান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।