ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

গুডসহিলে সাকা’র নির্ঘুম এক রাত

তপন চক্রবর্তী, চট্টগ্রাম ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০
গুডসহিলে সাকা’র নির্ঘুম এক রাত

চট্টগ্রাম: সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও তার শ’ খানেক সমর্থকের নির্ঘুম রাত কেটেছে মঙ্গলবার। চট্টগ্রাম নগরীর গুডসহিল থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়া সাকা রাত পার করে দেন না ঘুমিয়েই।



উৎকণ্ঠিত সাকা ও তার সমর্থকরা ছাড়াও গুডসহিলে নির্ঘুম রাত পার করেন বেশ কয়েক জন মিডিয়াকর্মীও।

প্রায় সারারাতই তাকে ঘিরে রাখেন নগর বিএনপির নেতারা।

সন্ধ্যায় গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়ার পর বারান্দার পাতা চেয়ারে বসেন সাকা। সেখানে বসেই একের পর এক কথা বলতে থাকেন মোবাইলে। হাতের আঙুলের ফাঁকে একের পর এক পুড়তে থাকে সিগারেট।

তাকে মোবাইলে বলতে শোনা যায়, ‘চারিদিকে সাজ সাজ রব’--- ‘এতো আয়োজনের প্রয়োজন নেই, আমি তো প্রস্তুত রয়েছি, আমাকে ডাকলেই তো রওয়ানা দেবো, আমার জন্য দোয়া করো। ’

সাকার ঘনিষ্ঠজনরা জানান, তার অনুসারী, ভক্ত ও সমর্থকদের সঙ্গে মূলত মোবাইল ফোনে আলাপ সারেন তিনি।

তবে নগর পুলিশের একাধিক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, সাকাকে গ্রেপ্তারের কোনো নির্দেশনা তারা পাননি।

বেশ কয়েক দফা মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বভাব সুলভ কায়দায় নানা মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকা বলেন, তিনি নিজে কোনো পুলিশ দেখেননি। তবে তার স্টাফরা পুলিশের উপস্থিতি ল্য করেছে।

প্রসঙ্গত: ভোর রাত পৌনে চারটায় বারান্দার চেয়ার ছেড়ে বাসার ভেতরে ঢুকে যান সাকা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।