ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার পুরো দেশকে কারাগার বানিয়েছে : যশোরে তরিকুল

তৌহিদ জামান, যশোর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০
সরকার পুরো দেশকে কারাগার বানিয়েছে : যশোরে তরিকুল

যশোর: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, সরকার পুরো দেশকেই কারাগার বানিয়ে ফেলেছে। কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না।

কথা বললেই উদীচী, ১০ ট্রাক অস্ত্র, ২১ আগস্ট নয়তো যুদ্ধাপরাধের মামলা দেওয়া হচ্ছে। এরকম হতে থাকলে জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে।

যশোরের চৌগাছায় বিএনপির সমাবেশস্থলে তিন দিনের ব্যবধানে পরপর দুইবার ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে যশোর প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক ইউনুস আলী, চৌগাছার পৌর মেয়র সেলিম রেজা আউলিয়াসহ কয়েকশ`’ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর চৌগাছা শাহাদত পাইলট হাইস্কুল মাঠে বিএনপির সমাবেশ আহবান করে। কিন্তু সেখানে একই সময়ে মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশ আহবান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
পরে বিএনপি আবার আজ মঙ্গলবার একইস্থানে সমাবেশ আহবান করলে স্থানীয় কৃষক লীগও সেখানে সমাবেশের ডাক দেয়। ফলে প্রশাসন আবারও সেখানে ১৪৪ ধারা জারি করে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।