ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আগুন জ্বালালে নিজেরাই পুড়ে মরবেন: খন্দকার মাহবুব

মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০
আগুন জ্বালালে নিজেরাই পুড়ে মরবেন: খন্দকার মাহবুব

পটুয়াখালী: সরকারকে সতর্ক করে সুপ্রিম কোর্ট বার সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আগুন জ্বালালে নিজেরাই পুড়ে মরবেন। ’

মঙ্গলবার সকালে পটুয়াখালীর এক হোটেলে নবগঠিত জেলা বিএনপির পরিচিত সভায় বক্তৃতাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উৎখাতে সরকারের চেষ্টা সম্পর্কে বলতে গিয়ে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন।



খালেদাকে সেনানিবাসের বাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্র বন্ধ করতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতন আর মুখ বুঁজে সহ্য করা হবে না  উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। ’

সিরাজগঞ্জে ট্রেন চাপায় বিএনপির নেতাকর্মী নিহত হওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ‘হত্যার নাটক সাজিয়ে বিএনপিকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। ’

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বিদেশি নাগরিক দাবী করে তিনি বলেন, ‘তার (আশরাফ) এখতিয়ার নেই, তার (খালেদা) সম্পর্কে অশালীন মন্তব্য করার। ’

জেলা কমিটি সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা লে. কর্নেল (অব.) আব্দুলল খালেক, শাহজাহান কবির, অ্যাডভোকেট মোহাম্মদ হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।