ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা গুম-খুন করে বেড়াচ্ছে: সেলিমা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা গুম-খুন করে বেড়াচ্ছে: সেলিমা রহমান বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশ | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, লগি-বৈঠা দিয়ে তারা মানুষ মেরেছে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। ছালীগের হাতে পিস্তল, লাঠি, দা তুলে দিয়েছে।

তাই আজ শিক্ষাঙ্গনে একদিকে টেন্ডারবাজি, অন্যদিকে মারামারি দেখা যায়। ছাত্রলীগ-যুবলীগের ক্যান্ডাররা সারা দেশে গুম-খুন করে বেড়াচ্ছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, দেশের মানুষ আজকে কথা বলতে পারে না, প্রতিবাদও করতে পারে না। মহান ভাষা দিবসের মাসেও তারা কোনো কথা বলতে পারছে না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী কারাগারে গিয়েছেন। তারা এখনো কারাগারে নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, আজকে কোথাও আইনের বিচার নেই। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ সম্পূর্ণ পদদলিত হয়েছে। আমরা সরকারের কাছে আর কোনো দাবি জানাব না। জনগণ আমাদের সঙ্গে আছে, এখন থেকে আমরা লড়াই করে খালেদা জিয়াসহ সব রাজবন্দিকে মুক্ত করব। এই লড়াই আমাদের চলছে, আন্দোলনও চলছে, চলবে।

খালেদা জিয়াকে সরকার প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে অভিযোগ করে তিনি বলেন, শুধু তাই নয়, খালেদা জিয়াকে তিলে তিলে মারার ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবুও সরকারের কাছে মাথা নত করেননি। গৃহবন্দি থাকার পরও দেশনেত্রী বলছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও।

দ্রব্যমূল্যের ঊর্ধগতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সামনে রমজান আসছে, জিনিসপত্রের দাম এখনই আগুন হয়ে গেছে। সরকার প্রতিদিন বলছে, দাম কমাবে, কিন্তু দাম কমবে না। এই সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না। কারণ এর সঙ্গে জড়িত সরকার দলীয় লোকজন।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক ও কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, কৃষকদলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, যুব জাগপার মীর আমীর হোসেন আমু, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।