ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুদ্ধাপরাধীদের বিচারে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে: জলিল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

নওগাঁ: যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে স্বাধীনতার বিপরে একটি শক্তি দেশকে অস্থিতিশীল করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

এজন জনমত গড়ে তুলতে ছাত্রলীগের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।



নওগাঁ নওজোয়ান মাঠে সোমবার বিকেলে নওগাঁ জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আব্দুল জলিল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচারের মাধ্যমে ফাঁসী কার্যকর করা হয়েছে। এ সরকার যেকোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। ’

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রহমত আলী মোল্লা।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মাহমুদুল হাসান রিপন সম্মেলনের উদ্বোধন করেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক  আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, শহিদুজ্জামান সরকার বাবলু এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সহ-সভাপতি মো. আওলাদ হোসেন টিটু, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।