ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদার বাড়ির রিট ও কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে অস্ট্রেলিয়া বিএনপি

এম মোরশেদ, অস্ট্রেলিয়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০
খালেদার বাড়ির রিট ও কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে অস্ট্রেলিয়া বিএনপি

সিডনি: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির রিট আবেদন এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে শনিবার অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সিডনির বনফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় অস্ট্রেলিয়াস্থ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন।

সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে হতাহতের ঘটনা সম্পর্কে বক্তারা বলেন, এটা দুঘর্টনা নয়, সরকার পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে।

তারা আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে মতায় এসেছে, একইভাবে তারা জাতীয়তাবাদী শক্তির প্রতীক বেগম জিয়া ও তার পরিবারকে নিশ্চিহ্ন করতে একের পর এক ষড়যন্ত্র করছে। এটা তাদের স্বৈরাচারী মনোভাবের নগ্ন বহিঃপ্রকাশ।

দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান নেতারা।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. ইঞ্জিনিয়ার হুমায়ের চৌধুরী রানা, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোসলেহউদ্দিন আরিফ, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম তারেক, যুবদলের সাধারণ সম্পাদক এ এন এম মাসুম, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শফিফুল ইসলাম রিপন, অস্ট্রেলিয়া শাখা ছাত্রদলের সভাপতি মোস্তফা মোরশেদ নিথুন, সহসভাপতি সজীব আহমেদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নেসার আহমেদ, ফরিদউদ্দিন রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।