bangla news

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময় খালেদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১০-১৭ ২:০৮:৪৫ এএম

শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আজ সন্ধ্যায় দেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বছর একটু আলাদা ভাবে এ কর্মসূচি পালন করতে যাচ্ছেন তিনি।

ঢাকা: শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আজ সন্ধ্যায় দেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বছর একটু আলাদা ভাবে এ কর্মসূচি পালন করতে যাচ্ছেন তিনি।

গুলশান নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন।

বিএনপি অফিস সুত্রে জানা যায়, এ বছরই প্রথম দেশের সর্বস্তরের হিন্দু নেতাদের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। জাতীয় পুজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও এবছর আমন্ত্রণ পেয়েছেন হিন্দু সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক ও সমাজসেবকরা।

জেলা ও বিভাগীয় পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতারাও এতে আমন্ত্রণ পেয়েছেন।
 
সুত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখেই খালেদা জিয়া হিন্দু সম্প্রদায়ের এই সর্বোচ্চ ধর্মীয় উৎসবে বড় আকারের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করছেন।

বাংলাদেশ সময়  ১৩০০ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-10-17 02:08:45