ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

স্বৈরশাসক সরকারের পতন নিশ্চিত করেই জনগণ বিজয় উৎসব করবে: ১২ দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, ডিসেম্বর ১৬, ২০২৩
স্বৈরশাসক সরকারের পতন নিশ্চিত করেই জনগণ বিজয় উৎসব করবে: ১২ দল

ঢাকা: মহান স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোট। নেতারা বলেছেন, ফ্যাসিবাদ ও ভয়ংকর স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করেই দেশের জনগণ এবার মহান বিজয় উৎসব পালন করবে।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জোট নেতারা এ কথা বলেন।

নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনে স্বাধীন দেশের জনগণকে পরাধীনতার বেদনা নিয়ে বাঁচতে হচ্ছে। দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নিজের ঘর-বাড়ি ফেলে রেখে বাগানে-ধান ক্ষেতে ঘুমাতে হচ্ছে। আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েও আশ্রয় মিলছে না। সারা দেশ আজ কারাগার। দেশের জনগণ শেখ হাসিনা স্বৈরাচার সরকারের অধীনে আজ পরাধীন।

নেতারা বলেন, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন বিরোধীদলগুলোকে বাইরে রেখে একটি ‘ভুয়া’ নির্বাচনের মাঠ সাজাচ্ছে। জনগণের ভোটাধিকার হরণ করার উদ্দেশ্য নির্বাচন কমিশনও সভা-সমাবেশ বন্ধের নামে জনগণের মতপ্রকাশের উপর হস্তক্ষেপ করছে। মূলত, এটি নির্বাচন নয়! এটি গণহত্যার আয়োজন।

বিবৃতিতে সই করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।