ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

ঢাকা: মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

১০ ডিসেম্বর (রোববার) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বাংলানিউজকে জানান, সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

তিনি বলেন, মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রল বোমা হামলায় নিহত এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবার। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবিতে এ সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এসকে/এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।