ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র তুললেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
মনোনয়নপত্র তুললেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস

বরিশাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারিহা তানজিন এবং উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

নকুল কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, আমার প্রিয় মায়ের আঁচল ও বাবার গামছা। তাই গামছা নিয়েই নির্বাচনের মাঠে এসেছি। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর গান করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে চলছি। আওয়ামী লীগের বাইরে কৃষক শ্রমিক জনতা লীগ একমাত্র দল, যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে। তাই গামছা মার্কা নিয়ে জনগণের জন্য কাজ করতেই নির্বাচনে দাঁড়াব।  

জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে বলেও আশাবাদী তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের সময় নকুল কুমার বিশ্বাসের সঙ্গে শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।  

মনোনয়নপত্র গ্রহণের পর উজিরপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।