ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দমননীতি বন্ধ না হলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন: মওদুদ

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, জুন ৩০, ২০১০

ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, দমননীতি বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত সংসদেও ফিরবে না বিএনপি।



আজ বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের পূর্ব প্লাজায় বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সংসদীয় দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে বিএনপি’র প্রায় ২৫ সাংসদ এ মানববন্ধনে অংশ নেন।

গত ২৭ জুনের হরতালে বিএনপি’র সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা গ্রেপ্তার হন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘মির্জা আব্বাসের বাড়িতে হামলা চালিয়ে সরকার মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।

সাংসদ এ্যানীসহ সব নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।