ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, পৌর মেয়রসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
নড়াইলে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, পৌর মেয়রসহ আহত ৪ দুর্ঘটনাকবলিত গাড়িটি ও ইনসেটে মেয়র আঞ্জুমানারা বেগম

নড়াইল: নড়াইল পৌরসভার মেয়রকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় গাড়িচালক নিহত হয়েছেন।

আহত হয়েছেন মেয়র আঞ্জুমানারা বেগমসহ চারজন।

রোববার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা শহরের ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম সুজন কর্মকার (৩৮)। তিনি জেলা সদরের মহিষখোলা গ্রামের নিরাপদ কর্মকারের ছেলে।  

আহত অন্যরা হলেন- সংরক্ষিত আসনের কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, পৌরসভার হিসাবরক্ষক সাইফুজ্জামান ও সঙ্গীয় মেশকাত লিটু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর মেয়রের নিয়মিত গাড়ি চালক ছুটিতে থাকায় অস্থায়ীভাবে চালক সুজন কর্মকারকে নিয়োগ দেওয়া হয়। রোববার দুপুরে ভওয়াখালী এলাকায় একটি প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ফেরার পথে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে একটি বাড়ির দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সুজনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মেয়র আঞ্জুমানারাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠানো হয়েছে। এছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।  

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।