ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, অক্টোবর ৩০, ২০২৩
ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহ: নাশকতার পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৯ অক্টোবর) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার সুপার আজিম-উল আহসান জানান, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতাবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার থেকে তিনদিনের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। এ অবরোধকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার ছয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে সদর থেকে তিনজন, কালীগঞ্জ থেকে নয়জন, কোটচাঁদপুর থেকে ছয়জন, মহেশপুর থেকে সাতজন, শৈলকুপা থেকে চারজন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।