খুলনা: বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) তাদের এ অব্যাহতি দেওয়া হয়।
নিজ নিজ দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ।
বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এমআরএম/আরবি