ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘সরকার ব্যর্থ হলে দেশ আফগানিস্তান-পাকিস্তানে পরিণত হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
‘সরকার ব্যর্থ হলে দেশ আফগানিস্তান-পাকিস্তানে পরিণত হবে’

ঢাকা: গণপূর্ত ও গৃহায়ন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, মহাজোট সরকার ব্যর্থ হলে দেশ আফগানিস্তান-পাকিস্তানে পরিণত হবে।

রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অডিটরিয়ামে বৃহত্তর নোয়াখালীর মেধাবী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।



গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ যখনই ভালোভাবে চলতে শুরু করে তখনই ষড়যন্ত্র শুরু হয়। ’

তাই দেশবাসীকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘মহাজোট সরকার ব্যর্থ হলে দেশ পাকিস্তান-
আফগানিস্তানে পরিণত হবে। তাই দেশবাসী সরকারকে ব্যর্থ হতে দেবে না। ’

বর্তমান সরকারের আমলেই বঙ্গবন্ধু হত্যা রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, যুদ্ধাপরাধের বিচার, রমনার বোমা হামলার বিচার, ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারসহ ৬৪ জেলায় বোমা হামলার বিচার হবে, বলেন মন্ত্রী ।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাদের সময়ে পাঠ্য পুস্তকের মাধ্যমে আমাদের চোর-বাটপার হওয়ার কৌশল শেখানো হতো। এখন সে অবস্থার পরিবর্তন আসলেও কিছুদিন আগপর্যন্ত বিকৃত ইতিহাস শেখানো হতো। ’

মন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরকে মহৎ জীবন গড়ে দেশ পরিচালনার ভার নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘মেধাবীরা দেশ পরিচালনার ভার না নিলে দেশ চালাবে আলু, ফালু, ছদু, মধু, যদু। এতে দেশ পরিণত হবে টেন্ডারবাজ, চাঁদাবাজদের আখড়ায়। ’

উল্লেখ্য, ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় বৃহত্তর নোয়াখালী থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে অনুষ্ঠানটির আয়োজন করে ইয়ুথ ফাউন্ডেশন, নোয়াখালী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান, প্রকৌশলী গোলাম মোহাম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।