ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘আওয়ামী লীগ সরকার দেউলিয়া হওয়ার পথে’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
‘আওয়ামী লীগ সরকার দেউলিয়া হওয়ার পথে’  বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার

মাদারীপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সরকার বর্তমানে দেউলিয়া হওয়ার পথে।

কারণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তীব্র সংকট। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা আজ দেশের বাইরে চলে গেছে। এজন্য একমাত্র আওয়ামী লীগ সরকারই দায়ী। তারাই এই টাকা আত্মসাৎ করেছেন। ’

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর শহরের পুরানবাজার রেইন্ট্রিতলা এলাকায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।  

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরাস্তা এলাকা থেকে মিছিল বের হয়ে পুরানবাজার রেইন্ট্রি তলা এলাকায় গিয়ে শেষ হয়।  

পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন ৫টি উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।  

আনিসুর রহমান তালুকদার বলেন, ‘সারাদেশে বিএনপির এক কোটি নেতাকর্মী মাঠে থেকে আন্দোলন করে যাচ্ছে। তাদের দাবি একটাই - নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য মরিয়া। আর বিএনপি চায়, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি। যা বাংলার মানুষের প্রাণের দাবি। ’

নোবেলজয়ী ড. ইউনূসের পক্ষ নিয়ে আনিসুর রহমান বলেন, ‘গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ড. ইউনূস এ দেশের তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন করেছেন। তিনি আওয়ামী লীগের বিপরীতমুখী রাজনীতি করায় তাকে বিচারের আওতায় এনে ফাঁসানো হচ্ছে। অথচ যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে তার কোনো হিসেব নেই। সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। ’

তিনি আরও বলেন, ‘একদফা ও এক দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। এজন্য বর্তমান সরকারকে পদত্যাগের দাবি জানিয়ে তিনি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। ’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসানসহ অন্যরা।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।