ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশের নানা প্রান্তের ছাত্রলীগ কর্মীদের আগমনে পূর্ণ হচ্ছে সোহরাওয়ার্দী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
দেশের নানা প্রান্তের ছাত্রলীগ কর্মীদের আগমনে পূর্ণ হচ্ছে সোহরাওয়ার্দী ছবি: শাকিল আহমেদ 

ঢাকা: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশের করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও সকাল ১০টা থেকেই সমাবেশ মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে।

 

শুক্রবার(১ সেপ্টেম্বর) সাড়ে বারোটার দিকে এ প্রতিবেদন লেখার সময় উদ্যানের কালী মন্দির গেট, বাংলা অ্যাকাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।  

 বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হলের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় মিছিল সমাবেশস্থলে ঢুকছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের চারপাশে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান করতেও দেখা যায়। অনেকে সমাবেশ স্থলে প্রবেশ না করলেও মাঠের চারপাশে অবস্থান করছেন।  

ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুম বাংলানিউজকে বলেন, আমাদের ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে সমাবেশ স্থলে যোগ দিয়েছি। ছাত্রলীগের মহাসমাবেশকে সফল করতেই আমাদের ইউনিটের সব নেতাকর্মী একযোগে সমাবেশে অংশগ্রহণ করেছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেবেন।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
এনবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।