ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ে নেত্রকোনা বিএনপির সাংগঠনিক সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

ঢাকা: সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ১ অক্টোবর থেকে শুরু হওয়া বিএনপির মাসব্যাপী কর্মসূচির প্রস্তুতি হিসেবে নেত্রকোনা জেলার সাংগঠনিক সভা রোববার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিএনপি’র যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান এ সভার সভাপতিত্ব করেন।

 

সভায় রায়হান আমীন রনি, ডা. মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, রফিকুল ইসলাম হিলালী, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, আবু তাহের তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলা/থানা/পৌর এলাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মতাসীন আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, হয়রানি, মামলা, হামলা, অপহরণ, গুম, খুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের রাশ টেনে ধরতে ব্যর্থতা, নিয়োগ বাণিজ্য, দেশবিরোধী চুক্তি, বিচার বিভাগের উপর নগ্ন হস্তপে, প্রশাসনের উপর আক্রমণ ও প্রশাসনকে ইচ্ছামাফিক ব্যবহারের প্রতিবাদে বিএনপি গত ২২ সেপ্টেম্বর এ কর্মসূচি ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।