ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নব্য স্বৈরাচার থেকে দেশ বাঁচাতে শুধু বক্তৃতা নয়: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
নব্য স্বৈরাচার থেকে দেশ বাঁচাতে শুধু বক্তৃতা নয়: দেলোয়ার

ঢাকা: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘নব্য স্বৈরাচার (আ.লীগ) থেকে দেশ বাঁচাতে শুধু বক্তৃতা নয়, জেহাদের আদর্শে জনগণকে উদ্বুদ্ধ করার প্রতিজ্ঞা করতে হবে। ’

স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের সাহসী সৈনিক নাজির উদ্দিন জেহাদের  ২০তম  শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।



বিএনপি মহাসচিব বলেন, ‘অতীত স্বৈরাচারের কায়দায় নব্য স্বৈরাচারও গত ২১ মাসে অনেককে হত্যা করেছে। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তারা অতীতের চেয়েও এখন ভয়াবহ ঘটনা ঘটাচ্ছে। ’

স্বৈরাচারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জনগণের সঙ্গে বেঈমানী করে আওয়ামী লীগ ’৮৬ সালের নির্বাচনে অংশ নিয়েছিল বলে স্মরণ করিয়ে দিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, ‘গুণ্ডাবাহিনী, ডাণ্ডাবাহিনী এখন দেশ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘নব্বইয়ের গণআন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বের কারণেই স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়েছে। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে আবারও খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। ’

জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ও বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ইলিয়াস আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাবেক সাংসদ নাজিমুদ্দিন আলম, জেহাদ স্মৃতি পরিষদ সেক্রেটারি খন্দকার চামেলী মাহমুদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি সেলিম ভুঁইয়া, নব্বই এর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।