ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে যুবদলের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে শনিবার রাতে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা।

রাত সাড়ে ১০টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ কয়েকজন নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেন।


তারা খালেদা জিয়ার সঙ্গে যুবদলের পুর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে কথা বলেন। পুরো কমিটিতে কারা থাকবেন এমন একটি খসড়া তালিকাও তার কাছে জমা দেন বলে জানা গেছে।

এদিকে চেয়ার পারসনের গুলশান কার্যালয়ের একটি সূত্র বাংলানিউজকে জানায়, যুবদল নেতাদের সঙ্গে বৈঠক করে পুর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই খালেদা জিয়া কমিটি অনুমোদন করবেন।

এসময় অন্যদের মধ্যে যুবদলের সহ সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছরের মে মাসে যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তারপরে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ সময়: ০২১০ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।