ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশে এখন ভয়ঙ্কর স্বৈরশাসন চলছে : জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
দেশে এখন ভয়ঙ্কর স্বৈরশাসন চলছে : জামায়াত

ঢাকা : দেশে এখন ভয়ঙ্কর স্বৈরশাসন চলছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।



যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবুর নিহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম এ বিবৃতি দেন।

আজহারুল ইসলাম বলেন, ‘সভা-সমাবেশ ও মিছিল করার গণতান্ত্রিক অধিকার সকলেরই আছে। বিএনপির মিছিলে হামলা করে সেই অধিকারে বাধা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রমাণ হয়েছে দেশে ভয়ঙ্কর স্বৈরশাসন চলছে। ’

তিনি বলেন, ‘একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে যেখানে সরকারি দলের লোকেরা প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়’।

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশে সন্ত্রাসের রাম-রাজত্ব কায়েম করেছে দাবি করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘নাটোরের ঘটনা দেশবাসীকে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব মনে করিয়ে দিয়েছে। ’

তিনি বলেন, ‘২০০৬ সালের সেই ঘটনার বিচার করা হলে আজ নাটোরে ওই ঘটনা কেউ ঘটাতে সাহস পেত না। ’

বাংলাদেশ সময়:২০১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০-১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad