ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

মঈনুলকে দেখতে হাসপাতালে খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
মঈনুলকে দেখতে হাসপাতালে খালেদা

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মঈনুল হোসেন চৌধুরী বীর বিক্রমকে দেখতে স্কয়ার হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত মঈনুল হোসেনকে গত বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন রাত সোয়া ৮টায় স্কয়ার হাসপাতালে পৌঁছলে হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব.) জামিলি, প্রশাসনিক কর্মকর্তা লে. কর্নেল (অব.) জাহিদ, বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ তাকে স্বাগত জানান।

হাসপাতালে পৌঁছে মঈনুল হোসেনের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন খালেদা জিয়া। মঈনুল হোসেনের পরিবারের সদস্যদের সান্ত্বনাও দেন তিনি।

এ সময় চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের সিনিয়র নেতারা।

১৫ মিনিট সেখানে অবস্থানের পর হাসপাতাল থেকে বের হওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের অতিরিক্তি ভিড়ের কারণে স্থায়ী কমিটির সদস্য বেগম সরোয়ারি রহমান পড়ে যান। এসময় চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুররও শারীরিক ভারসাম্য হারিয়ে  হয়ে পড়ে যাবার অবস্থা হয়।


খালেদা জিয়া চলে যাওয়ার সময়ে স্কয়ার হাসপাতালের সামনে সমবেত নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, মঈনুল হোসেন চৌধুরী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ‘জেড ফোর্সে’র অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। অকুতোভয় ও সাহসী যোদ্ধার স্বীকৃতি হিসেবে বীর বিক্রম খেতাব পান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।