ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা: শিবির নেতার জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪০, জুন ২৯, ২০১০

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসম ইয়াহিয়া জামিন পেয়েছেন।

মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মেহেদী হাসান তালুকদার তার জামিন মঞ্জুর করেন।



গত ২১ মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারি জেনারেলসহ পাঁচজনকে আসামি করে এ মামলা করেন।

জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও দলের ঢাকা মহানগরীর আমীর রফিকুল ইসলাম খানের বিষয়ে দুপুরের পর সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।