ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রধানমন্ত্রীই ছাত্রলীগ-যুবলীগকে প্রশ্রয় দিচ্ছেন : এমকে আনোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
প্রধানমন্ত্রীই ছাত্রলীগ-যুবলীগকে প্রশ্রয় দিচ্ছেন : এমকে আনোয়ার

ঢাকা : প্রধানমন্ত্রী নিজেই যুবলীগ-ছাত্রলীগের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

শনিবার বিকেলে জাতীয় প্রেসকাবে জিয়া নাগরিক ফোরাম ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘প্রশাসনে নগ্ন হামলা, দেশের আইন শৃঙ্খলার অবনতি ও সরকারের জবাবদিহীতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ করেন।



তিনি পঞ্চগড় এবং পাবনায় প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তার দলের লোকদের শাস্তি না দিয়ে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। যুবলীগ ও ছাত্রলীগকে প্রশ্রয় দিয়ে তিনি তাদের অন্যায় করতে আরও উৎসাহিত করছেন। ’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যুবরীগের হাতে যারা নির্যাতিত তাদের বিরুদ্ধেই সরকার ব্যবস্থা নিচ্ছে। কোনো কথা বললেই একেক জনের বিরুদ্ধে ১০/১৫টি মামলা দায়ের করা হয়। সরকার যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের হাতে নির্যাতিতদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘এ সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে, যেমন- সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, ভিন্নমতাবলম্বীদের নিষ্ঠুরভাবে দমন করা এবং যেসব রাজনৈতিক দল তাদের কথায় উঠবস করবে না তাদের ধ্বংস করা। লুটপাট আর দুর্নীতিকে জায়েজ করার জন্য তারা সংসদে টেন্ডার ছাড়া কাজের আইন পাশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করাই এ সরকারের মূল কাজ। ’

তিনি স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীর বক্তব্য উল্লেখ করে বলেন, ‘প্রশাসনে যারা আছেন তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশর কর্মচারী। দেশের সব জনগণই তাদের কাছে সমান। ’

তিনি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মাথা উঁচু করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বর্তমান বিচারপরিত শপথ নিয়েই সদ্য বিদায়ী বিচারপতির সমালোচনা করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সদ্য নিয়োগ পাওয়া একজন বিচারপতি সদ্য বিদায়ী একজন বিচারপতির সমালোচনা কীভাবে করেন তা আমি বুঝলাম না। ’

তিনি ওই বিচারপতির উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, পঞ্চম সংশোধনী যদি বাতিলই করা হয়ে থাকে তাহলে তাহলে জনকল্যাণমূলক ৩১টি ধারা রাখা হলো কেন। তিনি এ বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

বৈঠকে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি ড. শফিকুল ইসলাম।

বৈঠকে বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধঅন, সাংবাদিক রুহুল আমিন গাজী, জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবির মুরাদ, আবুল খায়ের ভুঁইয়া এমপি প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।