ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শারদীয় দুর্গোৎসবে ভিন্নমাত্রার শুভেচ্ছা বিনিময় কর্মসূচি খালেদা জিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
শারদীয় দুর্গোৎসবে ভিন্নমাত্রার শুভেচ্ছা বিনিময় কর্মসূচি খালেদা জিয়ার

ঢাকা: শারদীয় দূর্গোৎসবে দেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এ বছর ভিন্ন মাত্রার কর্মসূচি নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশান তার অফিসে আগামী ১৬ অক্টোবর এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।



বিএনপি অফিস সুত্রে জানাযায়, এ বছরই প্রথম দেশের সর্বস্তরের হিন্দু নেতৃবৃন্দকে দাওয়াত দিচ্ছেন বিএনপি চেয়ার পারসন। জাতীয় পুজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও এবছর আমন্ত্রণের তালিকায় থাকছেন দলমত নির্বিশেষে সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক ও সমাজসেবক বৃন্দ।

জেলা ও বিভাগীয় পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতারাও এবার আমন্ত্রণ পাবেন।
 
সুত্র জানায়, বিএনপি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখেই খালেদা জিয়া হিন্দু সম্প্রদায়ের এই সর্বোচ্চ ধর্মীয় উৎসবে বড় আকারের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছেন।

বাংলাদেশ সময় ২৩০৮ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।