ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ চলছে

ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলন জোরদার করতে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সমাবেশ চলছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৪টায় মৎস্য ভবনের সামনে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে এই সমাবেশে সভাপতিত্ব করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

সমাবেশে বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব,  নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং মঞ্চের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

এর আগে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনগুলো নেতাকর্মীরা সমাবেশে স্থলে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।