ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রজেক্ট নিয়েছে সরকার: খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রজেক্ট নিয়েছে সরকার: খালেদা

ঢাকা: নাটোরে শুক্রবার দলীয় উপজেলা চেয়ারম্যানের হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে প্রধান বিরোধীদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রকল্প (প্রজেক্ট) হাতে  নিয়েছে  সরকার।

শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।



খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সরকারের প্রশ্রয়ে যুবলীগ এবং ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্যই তারা প্রকল্প (প্রজেক্ট) হাতে নিয়েছে। আর এরই নির্মম শিকার হলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউলাহ নুরু বাবু। ’

বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপিঘোষিত মাসব্যাপী চলমান বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে দলীয় সমাবেশ চলাকালে আওয়ামী লীগের হামলায় সানাউল্লাহ নুরু নিহত ও অনেক নেতাকর্মী আহত হন।  

বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, ‘ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসীদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল, নিয়োগবাণিজ্য, দলীয়করণের মাধ্যমে রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হয়েছে। এখন তাদের এই অপকর্মের বিরুদ্ধে কেউ যেন সোচ্চার না হতে পারে সেজন্য বিরোধী দলের নেতা-কর্মীদর হত্যা করা শুরু হয়েছে। ’

বড়াইগ্রামের আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং হত্যাকারী ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান খালেদা জিয়া।

এদিকে, বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা আওয়ামী সন্ত্রাসীদের হাতে সানাউলাহ নুরু বাবুর হত্যার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। ’

সানাউলাহ নুরু বাবুর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
                                                                         
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।