ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জামায়াতের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক নিন্দনীয়: জাসদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৫, জুলাই ১৬, ২০২৩
জামায়াতের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক নিন্দনীয়: জাসদ

ঢাকা: জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের বৈঠকে নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।  

শনিবার (১৫ জুলাই) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি যুক্ত গোষ্ঠী জামায়াতের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক একটি নিন্দনীয় কাজ। গণতন্ত্র বা বহুমত চর্চা কখনই যুদ্ধাপরাধীদের বৈধতা দেয় না। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না।

নেতারা আরও বলেন, ইউরোপের বিভিন্ন দেশে নাৎসিবাদীদের রাজনীতি করার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নেই। বাংলাদেশের আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের রাজনীতি বা রাজনৈতিক দল করার অধিকার নেই। যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি যুক্ত জামায়াত নিবন্ধিত রাজনৈতিক দল নয়।  

তারা বলেন, জামায়াত নিবন্ধনের বিষয়টি আদালতে নিয়ে গেলেও আদালতে বিষয়টির এখনও মীমাংসা হয়নি। এই পরিস্থিতিতে যুদ্ধাপরাধের সঙ্গে সরাসরি যুক্ত, বিতর্কিত জামায়াতের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক যুদ্ধাপরাধীদের বৈধতা ও আশকারা দেওয়ার একটি গর্হিত কাজ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ