ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ কূটনীতিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
জামায়াত কার্যালয়ে ব্রিটিশ কূটনীতিক

ঢাকা: জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল অ্যান্ড গোবাল ইস্যু ডিপার্টমেন্টের সেক্রেটারি জন রায়ান (Jon Ryan)।

বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান ওই ব্রিটিশ কূটনীতিক।



এ সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

বৈঠক সূত্র জানায়, জামায়াত নেতাদের সঙ্গে জন রায়ানের বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।