ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অবৈধভাবে জন্ম নেওয়া সন্তান বৈধ হতে পারে না: মিলন

জিএম শাহীন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
অবৈধভাবে জন্ম নেওয়া সন্তান বৈধ হতে পারে না: মিলন

চাঁদপুর: বিগত চার দলীয় জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন বলেছেন, ‘যে সন্তান অবৈধভাবে জন্ম নিয়েছে সে সন্তান বৈধ হতে পারে না। ’

বুধবার দুপুরে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে একটি মামলায় হাজিরা শেষে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।



অন্যায়ভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে মিলন বলেন, ‘কচুয়ায় নির্বাচন হলে সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করবো এবং জয়ী হবো। ’

মিলনের আইনজীবী এএনএম মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ৩০ আগস্ট মিলনের বিরুদ্ধে কচুয়া পৌরসভার কোয়া গ্রামের ইদ্রিস আলম বেপারী (ইদু) মেম্বারের ছেলে আব্দুল্লাহ আল মামুন মামলা করেন। ওই মামলায় বুধবার তার জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন আদালত ও থানায় মোট ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

বর্তমানে কুমিল্লা কারাগারে আটক রয়েছেন মিলন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।