ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে মামলা করায় বিএনপি নেতার ওপর হামলা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ২, ২০২৩
বরিশালে মামলা করায় বিএনপি নেতার ওপর হামলা!

বরিশাল: বরিশালের গৌরনদীতে বিএনপি নেতার মালিকানাধীন তিনটি দোকানের ভাড়া গত ছয় মাস ধরে ছাত্রলীগ নেতা তুলে নেওয়ার অভিযোগে মামলা করায় হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০১ জুন) রাতে গৌরনদী উপজেলার বার্থী বাজারে এ ঘটনা ঘটে বলে জানান হামলায় আহত বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল হক শাহীন।

হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শুক্রবার (০২ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল হক শাহীন বলেন, আমার বার্থী বাজারের তিনটি দোকান ঘর দখল করে গত ছয়মাস ধরে প্রতি মাসের সাড়ে চার হাজার টাকা ভাড়া তুলে নেন সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার, যুবলীগ নেতা
শাহ আলী বয়াতি ও  আব্দুল কাদের সরদার।

এ ঘটনায় আমি মামলা করে ঢাকা চলে যাই। মামলার পরপরই মোবাইল ফোনে আমাকে হুমকি দিয়ে আসছিল জবর দখলকারীরা।

বৃহস্পতিবার (০১ জুন) রাত সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে এসে বার্থী বাজারে পৌঁছালে বার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন প্যাদাসহ জবর দখলকারীদের নেতৃত্বে ১৫-২০ জন আমার ওপর হামলা চালায়। তারা সবাই ছাত্রলীগ-যুবলীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত।

আর হামলার দৃশ্য বাজারের শত শত মানুষ দেখলেও তাদের ভয়ে কেউ এগিয়ে আসেনি বলেও জানান আহত বিএনপি নেতা।

এদিকে এ ধরনের কোনো বিষয় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানেন না বলে জানিয়েছেন। তবে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, হামলার ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ

welcome-ad