ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধীদলের গাত্রদাহ শুরু হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
বিরোধীদলের গাত্রদাহ শুরু হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘কোনরকম বাধা ছাড়াই যুদ্ধাপরাধীদের বিচার চলছে বলে বিরোধীদলের গাত্রদাহ শুরু হয়েছে। ’

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রতিমন্ত্রী একথা বলেন।



প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি কী বলতে চান, জাতির সামনে তা স্পষ্ট করে তুলে ধরা দরকার। তার অবস্থান যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে না বিপক্ষে?’

অ্যডভোকেট শামসুল হক টুকু অভিযোগ করেন, তিনি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা দায়িত্বশীল নেতার কাজ নয়। ৪০ বছর পর এ বিচার কাজ শুরু হয়েছে। এটা সম্পন্ন হোক তা তিনি চান না।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধীদলের নেত্রী কেন এসব কথা বলছেন তা আমার বোধগম্য নয়। তিনি কী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন?’

যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘যত বাধাই আসুক না, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। ’

তিনি বলেন, ‘হুমকিধমকি দিয়ে এ বিচারকাজ বাধাগ্রস্ত করা যাবে না। বঙ্গবন্ধু হত্যার বিচার যেভাবে সম্পন্ন হয়েছে সেভাবেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। ’

ইউবি/এসএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।