ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আওয়ামী জাহেলিয়াতের যুগ শুরু হয়েছে: বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
আওয়ামী জাহেলিয়াতের যুগ শুরু হয়েছে: বিএনপি

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের দু:শাসন আইয়ামে জাহেলিয়াতকেও (অন্ধকার যুগ) ছাড়িয়ে গেছে বলে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, ‘দেশে এখন আওয়ামী জাহেলিয়াতের যুগ শুরু হয়েছে। ’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তারা এ কথা বলেন।



এ রিপোর্ট লেখার সময়েও আলোচনা চলছিল। আর বিএনপি চেয়ারপারসন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই ‘রণাঙ্গনে জিয়া’ নামে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর শুরু হয় বক্তৃতা পর্ব।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে বক্তারা বলেন, ‘যারা ১৯৭২ সালে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। বুদ্ধিজীবী হত্যার পরও চুপ থেকেছেন। তারা এখন মুক্তিযুদ্ধের সাইনবোর্ড দিয়ে সব জায়গাই ফার্স্ট হচ্ছেন। হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে তারা এরই মধ্যে ফার্স্ট হয়েছেন। ’

বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ এবং তাদের ছাত্র ও যুব সংগঠন স্বাধীনতার পক্ষের সাইনবোর্ড লাগিয়ে খুন, ধর্ষণ, লুটপাট চালিয়ে যাচ্ছে। ’

যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার যাতে কোনো অন্যায় ও বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য মুক্তিযোদ্ধাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, সাদেক হোসেন খোকা, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, সুপ্রীম কোর্ট বার সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ড. মাহবুব উল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মুক্তিযুদ্ধের প্রজন্ম’র আহবায়ক শামা ওবায়েদ, মুক্তিযোদ্ধা দলের নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, জহিরুদ্দিন বাবর, শফিউজ্জামান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

সারাদেশ থেকে আসা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডাররাও এ অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি, যুদ্ধাপরাধের বিচারের নামে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ও হয়রানি, হত্যা-গুম, নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা, আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ইত্যাদি বিষয়ও উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্যে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।