ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের নামও শুনিনি: হামিদুল্লাহ খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

ঢাকা: বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খান বলেছেন, ‘আওয়ামী লীগ এখন অনেক কথাই বলছে। তারা মুজিবনগর সরকারের কথা বলছে।

কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে আমরা মুজিবনগর সরকারের নামও শুনিনি। ’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে শুরু হওয়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হামিদুল্লাহ খান বলেন, ‘প্রবাসী সরকারের অধিনেই আমরা যুদ্ধ করেছি।   রণাঙ্গণ ও প্রবাসী সরকারের সঙ্গে যাদের সম্পর্ক ছিলো না তারাই আজ বড় মুখে মুক্তিযুদ্ধের কথা বলছে। ’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আছেন সারাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডাররাও।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad