ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বান্দরবানে নাই্যংছড়ি উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

এস বাসু দাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার নাই্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সব ধরণের কর্মকাণ্ড স্থগিত করেছে জেলা কমিটি।

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের জেরে মঙ্গলবার দুপুরে এক জরুরি সভায়  জেলা ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়।



জেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদুর রহমান রাশেদ ও সাধারণ সম্পাদক সুজন চৌধুরী বাংলানিউজকে জানান, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী পদপে গ্রহণ না করা পর্যন্ত নাই্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সকল প্রকার কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। ’

প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে নাই্যংছড়ি বাজারে চুচুমং ও বাবুল গ্র“পের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ছাত্রলীগ নেতা সুমন (২৫), চুচুমং (২৫), নুরুল আবছার (২৮), সৌম (২৬), ইমন (২৫) ও মোকারম (২৫) আহত হন।

এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।