ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকারের সামনের দিন খারাপ হতে পারে: গোলাম মাওলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

ঢাকা: জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেছেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিদ্যুৎসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধান করতে না পারলে সরকারের সামনে দিনগুলো খারাপ হতে পারে। ’

মঙ্গলবার মতিঝিলে তার নিজস্ব কার্যালয়ে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।



গোলাম মাওলা বলেন, ‘সরকারের উচিত বিদ্যুৎ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কারণ, সাধারণ মানুষ সরকারের কাছে টাকা পয়সা চায় না। তারা শান্তিত্বে বসবাস করতে চায়। নিরাপত্তা চায়। ’

তিনি আরও বলেন, ‘আমরা দলকে আরও শক্তিশালী করতে নানা পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে অনেক কাজ শেষ করেছি। কিছু জেলা, থানা ও ইউনিয়নে কমিটিও হয়েছে। ’

এ সময় বাংলাদেশে সৎ রাজনীতিক ও ভাল মানুষের অভাব বলেও মন্তব্য করেন গোলাম মাওলা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।