ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাবি প্রশাসনিক ভবন অবরোধ করেছে ছাত্রলীগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
জাবি প্রশাসনিক ভবন অবরোধ করেছে ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের পদত্যাগ দাবি করেছে তারা।

বুধবার ( ১৫ মার্চ) দুপুর ১টার দিকে নতুন প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। ইতিহাস বিভাগের নিয়োগ বোর্ড বাতিল করা, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরপন্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার দাবিতে ছাত্রলীগ এই কর্মসূচি পালন করছে।

পরে দুপর দুইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রশাসনিক ভবনের সামনে আসেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারা। কথপোকথনের এক পর্যায়ে প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগ নেতারা।

ছাত্রলীগের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা দিতে প্রক্টর ব্যর্থ হয়েছেন। এছাড়াও ক্যাম্পাসে বহিরাগত অবাধ বিচরণ ঠেকাতেও তিনি ব্যর্থ।

পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ছাত্রলীগের এক নেতা পদত্যাগ দাবি করেছেন। কী উদ্দেশ্যে সেটা জানি না।

এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সালাউদ্দিনের অপসারণের দাবিতে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। পরে বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ একাধিক শিক্ষক উপাচার্যের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন তারা।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস অবরোধে নেতৃত্বে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি বিপ্লব হোসেন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল আকাশ, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার ফাহিম ত্বকী।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।