ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার পতন নয় সতর্ক করার আন্দোলন:খোকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জুন ২৭, ২০১০

ঢাকা: ঢাকা সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, বিরোধী দলের এ আন্দোলন সরকার পতনের নয়, বরং সরকারকে সতর্ক করে দেওয়ার। সরকার এ থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে বড় ধরনের আন্দোলনে নামারও ঘোষণা দিয়েছেন তিনি।



হরতাল চলাকালে নগরীর কাপ্তানবাজার এলাকায় পিকেটিংয়ে নেতৃত্ব দেওয়ার সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিএনপি’র সহ-সভাপতি সাদেক হোসেন খোকা।

তিনি বলেন, ‘সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, চারদিকে টেন্ডারবাজি চলছে তাই মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সেকারণেই স্বত:স্ফূর্তভাবে জনগণ হরতাল পালন করেছে। ’  

কাপ্তানবাজার এলাকায় দুই মহিলা ওয়ার্ড কমিশনারসহ সারাদেশে বিএনপির নেতা কর্মীদের ধরপাকড়ের তীব্র নিন্দা জানান ঢাকার মেয়র।

বাংলাদেশ সময় ১২৪২ ঘণ্টা, জুন ২৭, ২০১০
আরএসএ/এমএএম/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad