ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক, ৪ ঘণ্টার মধ্যে জামিন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, জানুয়ারি ৭, ২০২৩
বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক, ৪ ঘণ্টার মধ্যে জামিন

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা ইয়াসিন তালুকদারকে আটক করেছে পুলিশ। আটককৃত ইয়াসিন তালুকদারকে ৪ ঘণ্টার মধ্যে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপাজেলা কলেজ রোড থেকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কলেজ রোড থেকে আটক করে পুরাতন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়।

এদিকে সন্ধ্যায় জামালপুর জরুরি আদালত গ্রেফতার ইয়াসিন তালুকদারকে জামিন দেয়। আদালতের ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন জামিনের আদেশ দেন।

ইয়াসিন তালুকদারের আইনজীবী মোকাম্মেল হক এ তথ্য জানান।

২০২২ সালের ২৮ অক্টোবর জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাবেক কমিটি ভেঙে সভাপতি হিসেবে শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে বাবুল তালুকদারের নাম ঘোষণা করা হয়।

শাহিনা বেগম ও বাবুল তালুকদারকে রাজাকার সন্তান হিসেবে দাবি করে আন্দোলন করে আসছেন সাবেক কমিটির নেতাকর্মীরা। এর মধ্যে ছাত্রলীগের সদস্য কামাল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইয়াসিন তালুকদারকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।