ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শেখ হাসিনাকে রক্ষা করতে হবে : আশরাফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
শেখ হাসিনাকে রক্ষা করতে হবে : আশরাফ

ঢাকা : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেছেন, ‘ঘরে বাইরে শেখ হাসিনার শত্রু রয়েছে।

তাকে রক্ষা করতে হবে। ’

মঙ্গলবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশরাফ আরও বলেন, ‘শেখ হাসিনার জীবন আগেও শঙ্কামুক্ত ছিল না, এখনো শঙ্কামুক্ত নয়। অনেক জায়গা থেকে বিভিন্ন উস্কানি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ’

তিনি যুবলীগসহ দলের নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা এমন কোনো কাজ করবেন না, এমন কোনো আচরণ করবেন না, যাতে শেখ হাসিনার অর্জনগুলো ম্লান হয়ে যায় ও তার মান-সম্মান ুণœ হয়। ’

আশরাফ যুবলীগ নেতাকর্মীদের প্রতি অনুরোধ করে বলেন, ‘অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা আজকের অবস্থানে এসে পৌঁছেছেন। তার অনেক অর্জন। যুদ্ধাপরাধীদের বিচার, সংবিধান সংশোধন, বিদ্যুৎ সমস্যার সমাধান ছাড়াও আর্থসামাজিক উন্নয়ন করতে হবে। আপনাদের সহযোগীতা ছাড়া তার একার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। ’

আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, ‘বিএনপি নেতা খোন্দকার দেলোয়ারের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তারা য্দ্ধুপরাধীদের রক্ষা করতে চান। কিন্তু যতই ষড়যন্ত্র হোক এ বিচার আমরা করবই। ’

যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীরর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, হারুন অর রশিদ চৌধুরী, জাহাঙ্গির কবির রানা, মজিবৃর রহমান চৌধুরী প্রমুখ।

বাংলদেশ সময় ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।