ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ইবিতে ছাত্রদলের ধর্মঘট প্রত্যাহার

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনিদিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট ছাত্রদল প্রত্যাহার করে নিয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ বৈঠকে ছাত্রদলের নেতকর্মীরা এ সিদ্ধান্ত নেয়।



এর প্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কাজকর্ম অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা গোলাম সাকলাইন বাংলানিউজকে জানান, ‘ক্যাম্পাসে সকাল থেকে সকল পরিবহন এসেছে এবং যথারীতি ক্যাম্পাসে কাস ও পরীা অনুষ্ঠিত হচ্ছে। ’

তবে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সোমবার ক্যাম্পাসে ছাত্রদল-ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়। ওই ঘটনার প্রেেিত ছাত্রদল সোমবার অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুবাষ চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, ‘সোমবার রাতে ক্যাম্পাসে প্রশাসনের সহায়তায় শিবির নিয়ন্ত্রিত সাদ্দাম হোসেন হলে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান চালায়। তবে ওই অভিযানে কাউকে আটক করা হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।