ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আ.লীগ: সাজেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০
শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আ.লীগ: সাজেদা

ঢাকা: যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর নানা ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিশু-কিশোর মেলা আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।



সৈয়দা সাজেদা বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছি। কেউ রুখতে পারেনি। এবার যেকোনো মূল্যে যদ্ধাপরাধীদের বিচার করবো। কিন্তু ওরা বসে নেই। একের পর এক ষড়যন্ত্র করছে। এজন্য শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে আওয়ামী লীগ শঙ্কিত। ’

জনগণ সরকারের সঙ্গে আছে দাবি করে তিনি আরও বলেন, ‘তারা আমাদের যুদ্ধপরাধ বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করছে। যুদ্ধাপরাধী অনেক নেতাকে ধরা হয়েছে। এখনো যারা বাকি আছেন তাদেরও ধরা হবে। ’

বাংলাদেশ শিশু-কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী, বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠান শেষে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী শিশুদের নিয়ে কেক কাটেন।

জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের প্রধান কার্যালয়ে  কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এছাড়া স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।