ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাংবাদিক আবদুর রহমানের মৃত্যুতে বিএনপির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, ডিসেম্বর ২৭, ২০২২
সাংবাদিক আবদুর রহমানের মৃত্যুতে বিএনপির শোক

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আবদুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, ‌‘সাংবাদিক আবদুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, বৈশাখী টিভিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন।

সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বিএনপি আবদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গ, এলাকাবাসী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।  

সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে (কল্যাণপুর শাখায়) চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আবদুর রহমান খান শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভারের জটিল রোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।