ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘জোট সরকার রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়েছে’

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

ঢাকা: বিগত জোট সরকারের আমলে অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘সে সময় কোটি কোটি টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সৌদি আরব পাঠানো হয়।



সোমবার সংসদে সরকার দলীয় সাংসদ ফজলে রাব্বি মিয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

একই সঙ্গে সৌদি আরবের আকামা প্রক্রিয়া সহজ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করে আসার পর পারিবারিক ভিসাসহ অনেকগুলো ভিসা সহজ হয়েছে। আকামা জটিলতা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, অনেক দেশের ক্ষেত্রেই আছে। আকামা প্রদানের ক্ষেত্রে সৌদি আরবের নিজস্ব নিয়ম আছে। তারপরও আকামা জটিলতা কমানোর চেষ্টা চলছে। ’

শহীদুজ্জামান সরকারের অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, ভারতীয় ভিসা প্রক্রিয়া অনেকটাই সহজ হয়েছে। এ প্রক্রিয়া আরো সহজ করার জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।