ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

কবিতা

সুফি মিজান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, মার্চ ১২, ২০২০
সুফি মিজান সুফি মিজানুর রহমান

সুফি মিজানরা শূন্যকে করে পরিপূর্ণ,

সুফি মিজানরা আঁধার করেন আলোকিত।

সুফি মিজানরা জাতিকে করেন উজ্জীবিত,

সুফি মিজানরা ভালোবাসে দেশকে অনন্ত।

সুফি মিজানরা এতিমদের আশ্রয়,

সুফি মিজান করেন গরিবের মন জয়।

সুফি মিজানরা ভয় করে শুধু আল্লায়,

সুফি মিজানরা জীবন কাটান নবীর চর্চায়।

সুফি মিজানরা মাসে মাসে জন্মায় না,

যুগে যুগেও না!

সুফি মিজানরা জন্মায় শতাব্দীতে দুই-চারজন,

আমরা অতীব ভাগ্যবান

আমাদের মাঝে উপস্থিত-একজন সুফি মিজান!

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ