ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

কবিতা

বরষার পদাবলি

কেনাবেচা | পিয়াস মজিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, আগস্ট ৬, ২০১৬
কেনাবেচা | পিয়াস মজিদ

কেনাবেচা
নর্তকী মরে গেলে জন্ম নেয় নাচের মুকুর।
আর কেউ যাবতীয় শোকের মুদ্রা পুঁতে দেয়
পূর্ণিমায়।


মালা বাঁধে অন্ধকার।
এত এত রাত্রির প্রবাহে ভাসমান কাননবালা।
নৌকা আমার ডুবে গেছে ওই সুরেলা পরিখায়।
ক্ষত-হাওয়ার কলরোলে আমি
খানখান...
জায়মান...
কত সোনার চৈতালি, লাল দোপাট্টা 
ছিড়েখুঁড়ে দিক-দিগন্তরে আজ মেঘলা-বিতান;
আমাকে রোদ ভেবে কিনে নিলে তুমি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ