ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

কবিতা

বড় সাধ হয় | মুহম্মদ মুহসিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
বড় সাধ হয় | মুহম্মদ মুহসিন

তাহাকেই ফিরে পেতে বড় সাধ হয়

সাধ হয় ফিরে যাই
অমাবশ্যার ঘোর রাতে জোনাকির পথ ধরে
ফিরে যাই ভেজা ভাদরের ডুবুডুবু পথে
বলি গিয়ে চল তবে
বলি দেখো পথে আর ভয় নেই কোনো
দেখো হেথা আগলে রাখবে আমাদের আপন অন্ধকার
রেণুতে রেণুতে দেখো মিশে যাবো
অমানিশার সেই অন্ধকারে
কোনো ভয় নেই
ভয় নেই পথে কোনো গোখরোর ফণায়
ভয় নেই কাঁচির ফলার মতো উদ্ধত
কাঁকড়ার ছোবলে
ভয় শুধু একটিই- না হারাই তোমাকে আবার

তোমাকে হারিয়ে দেখো
এতগুলো রাত গেলো
ভাদরের মেঘ ফুঁড়ে চাঁদতারা
একবারও ফেরালো না মুখ
একবারও ডুবে যাওয়া পথটা জেগে উঠে
শুকালো না রোদে
একবারও চোখের সীমানা থেকে
সরলো না পৌষের গভীর কুয়াশা

এ কুয়াশা একা হাতে কত আর ঠেলবো বলো
এর চেয়ে অন্ধকার অনেক আপন
সে দিকেই পিছু হেঁটে আসো তবে
আগাই আবার
আলোয় ঝাপসা করে এই চোখ
আর নষ্ট না করি
আসো দোঁহে এই পথে অন্ধকারে
মিশে যাই রেণুতে রেণুতে

বাংলাদেশ সময় ২০৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ