ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

কবিতা

কষ্টের সংজ্ঞা | মাসুম মুনাওয়ার

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, মে ২০, ২০১৬
কষ্টের সংজ্ঞা | মাসুম মুনাওয়ার

কষ্টের সংজ্ঞা
কষ্ট পেতেই আমাদের জন্ম হয়। কষ্টগুলো রাত হয়ে বিঁধে যায় সোনালি চোখে।

কিছু কষ্ট কুয়াশা হয়ে হারিয়ে যায় গহীন বনে। চোখ থেকে কষ্টগুলো ছড়িয়ে পড়ে সারা গাঁয়ে। তখন স্বপ্নগুলো ভেঙে যায়। কারো কারো ভাঙে আকাশ। ঘর-সংসারগুলো উড়ে যায় দখিনা হাওয়ায়। আর মানুষগুলো ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে-বস্তিতে। গ্রামগুলো ফাঁকা হতে থাকে বনগুলোর মতো। বন থেকে উড়ে আসে দল বাঁধা পাখি। মানুষেরা শহরে সুখ খুঁজে আধখানা পয়সায়। তখন সুখগুলো গড়িয়ে পড়ে বস্তির বিছানায়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ২০, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ